পিরোজপুরের ইন্দুরকানীতে বলেশ্বর নদীর উপরে শেখ ফজলুল হক মনি সেতুর টোল প্লাজাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ উত্তেজনা বিরাজ করতেছে। শুক্রবার সকালে ইন্দুরকানী থানার পুলিশ টোলঘর থেকে অবিষ্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করেছে। ঘটনাস্থলে চলছে উত্তেজনা। এলাকা সূত্রে জানা যায়, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে স্থানীয় জনতা সেতুটির নাম শেখ ফজলুল হক মনি সেতুর পরিবর্তে আল্লামা সাঈদী সেতু লিখে রাখেন। বৃহস্পতিবার রাতের রাধারে দুস্কৃতিকারীরা কালিদিয়ে মুছে ফেলে। বিষয়টি জানাজানি হলে ইন্দুরকানী পুলিশসহ উত্তেজিত জনতা ঘটনাস্থলে হাজির হয়। এ সময় পুলিশ টোলপ্লাজার অফিস কক্ষ তল্লাসী করে ২টি ককটেল উদ্ধার করে। জানা যায়, সপ্তাখানিক আগে উপজেলা ছাত্রদলের সদস্যদের সাথে টোল আদায়কারীদের সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ৪জন আহত হয়। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছিুক স্থানীয়রা জানান, টোল নিয়ন্ত্রকারীরা আওয়ামী সরকারের লোক। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়ে থাকে।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) হিলাল জানান, সংবাদ পেয়ে আমড়া ঘটনাস্থলে যাই। টোলপ্লাজা থেকে দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য টোল আদায়কারী রাফিন ও সোহেলকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।