লাঙ্গল বাঁধে যুব জামাতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে লাঙ্গল বাঁধ বাজারের ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মাগুরা জেলা জামাতের আমির ও মাগুরা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল মতিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম সরকার গঠন করবে বলে আমরা আশাবাদী। আমরা সবাই জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার জন্য ভোটারদেরকে উদ্বুদ্ধ করব। বিশেষ অতিথিহিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু,সাবেক শহর আমির খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক ফখরুদ্দিন বিশ্বাস মিজান,উপজেলা নায়েবে আমির কাজি আব্দুল আওয়ালসহ প্রমুখ। শ্রীপুর সেক্রেটারি মোল্লা মিজানের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।