আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, মো. জাহিদুল ইসলাম মিয়া, শেখ শাহাজাহানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। এছাড়া পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বরেন্দ্র নাথ দে, অসীম মন্ডল, কল্লোল বিশ্বাস পলু, পিযুষ সরকার, তুষার কান্তি রায় ও উজ্জ্বল বিশ্বাসসহ সকল পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্গোৎসবকে ঘিরে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পারস্পরিক সহযোগিতা জরুরি। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।