হাবিব ওয়াহিদের কণ্ঠে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মহা জাদু’

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৩ পিএম
হাবিব ওয়াহিদের কণ্ঠে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মহা জাদু’

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের গানের সিরিজ দর্শক-শ্রোতাদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। এবার দেশের অন্যতম সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ যুক্ত হয়েছেন তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগরি রুস্তমের সঙ্গে এক ফিউশন গানে, যার নাম ‘মহা জাদু’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

গানটির প্রোমো ভিডিও ইতিমধ্যেই ইউটিউবে ১৩ সেকেন্ডের সংক্ষিপ্ত ক্লিপ হিসেবে প্রকাশিত হয়েছে। সেখানে লেখা হয়েছে, “মহা যাদু এনেছে ভালোবাসার এক নতুন বিট! বাংলা আর ফারসির মিষ্টি ছন্দে, হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে অনুভব করুন এক অদ্ভুত জাদুর জগৎ।” সামাজিক যোগাযোগ মাধ্যমে হাবিব ওয়াহিদকে নতুন গান নিয়ে ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এই গানের মূল সুর এসেছে হাবিবের ২০০৬ সালের একক অ্যালবাম ‘শোনো’ থেকে। সেই অ্যালবামে মোট নয়টি গান ছিল, যার মধ্যে ‘জাদু’ ছিল অন্যতম জনপ্রিয় গান। এবার এই গানটিকে নতুনভাবে ফিউশন আকারে পরিবেশন করা হচ্ছে। কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, গানটি হাবিব ওয়াহিদের কণ্ঠে হলেও সঙ্গে থাকছেন মেহেরনিগরি রুস্তম, ফলে গানটি পাবেন বাংলা ও ফারসির মিশ্র রূপ।

সিজন-৩ এর শুরু থেকে দর্শকদের অন্যতম প্রত্যাশা ছিল হাবিব ওয়াহিদের কণ্ঠে একটি গান। দীর্ঘ বিরতির পর ২৩ আগস্ট প্রকাশ পায় হাশিম মাহমুদের ‘বাজি’, এবং ১০ সেপ্টেম্বর মুক্তি পায় ‘লং ডিস্ট্যান্স লাভ’। এই দুই গানও আলোচনায় এসেছে। এবার ‘মহা জাদু’ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।

উল্লেখ্য, হাবিব ওয়াহিদ ২০০৬ সালে প্রকাশিত অ্যালবাম ‘শোনো’ দিয়ে বাংলা পপ মিউজিকে বিশেষ ছাপ ফেলেছিলেন। ব্যতিক্রমী সুর, আধুনিক প্রযোজনা ও বহুমাত্রিক ঘরানার মিশ্রণে এই অ্যালবাম দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল।