যতদিন দায়িত্বে রয়েছি, ততদিন সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৪ পিএম
যতদিন দায়িত্বে রয়েছি, ততদিন সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “যতদিন দায়িত্বে রয়েছি, ততদিন সারের দাম বাড়বে না।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সার নিয়ে একটি নীতিমালা ইতোমধ্যে হয়ে গেছে। এটি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য জাতীয় কমিটিতে যাবে। জাতীয় কমিটির প্রধান শিল্প উপদেষ্টা। উনি বাইরে আছেন, আগামী সপ্তাহে আমরা মিটিং করে অনুমোদনটা দিয়ে দেবো। নীতিমালায় আমরা সারের ডিলারের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছি।”

‘সারের দাম বাড়ানো হয়নি। সার পাচার হয়। সারের পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে’-উল্লেখ করেন তিনি।

‘পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বাড়ায়, তারপর যে সার উৎপাদন হবে, সেক্ষেত্রেও দাম বাড়বে না। অন্তত আমি যতদিন আছি স্যারের দাম বাড়বে না’-যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে