আশাশুনি সরকারি কলেজের প্রভাষক টিটল স্ট্রোকে আক্রান্ত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৮ এএম
আশাশুনি সরকারি কলেজের প্রভাষক টিটল স্ট্রোকে আক্রান্ত

আশাশু‌নি সরকা‌রি ক‌লে‌জের বাংলা বিভা‌গের বিভাগীয় প্রধান প্রভাষক শাহাদাৎ হো‌সেন টিটল স্ট্রোক আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। 

শোভনালী ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন জানান, প্রভাষক টিটল কলেজের শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সাথে চট্টগ্রাম বিভাগের দর্শনীয় স্থানে পিকনিক শেষে বৃহস্পতিবার রাতে আশাশুনিতে ফিরে আসেন। বেলা একটার দিকে তিনি গোসল করতে পুকুরে গেলে মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে তাকে সাতক্ষীরা ইমলামী হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নীরিক্ষা শেষে মিনি স্ট্রোক আক্রান্তরের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ক‌লেজ প‌রিবা‌রের পক্ষ থে‌কে তার আশু রোগমুক্তি কামনা করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে