সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন এবং পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গত বোধবার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার ৫৬টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫শ কেজি জিআর চালের ডিও তুলে দেন ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক হিরালাল সাহা, সদস্য সচিব লিপটন বনিক ও জগনাথ জিউর মন্দির এর পূজা মন্ডপ কমিটির সভাপতি চয়ন নাগ প্রমুখ।
দূর্গাপুজার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রসঙ্গে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ লুৎফুর রহমান জানান,আমরা উপজেলার প্রতিটি পূজামন্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পুলিশ ও আনসার নিয়োগ করেছি, আমরা প্রতিটি পূজা মন্ডপের নজরদারি বাড়িয়েছি এবং নিয়মিতভাবে যোগাযোগ রাখছি। পূজার প্রস্তুতি সম্পর্কে উপজেলার চেমটি পূজামন্ডপ কমিটির সভাপতি প্রসেন তাং বলেন, পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাসেবকদল গঠন করেছি, পূজা মন্ডপ এলাকা যাতে মাদকমুক্ত সহিংসমুক্ত শান্তিপূর্ণ অবস্থান বজায় থাকে এ জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছি।