পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৩ পিএম
পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনার বেড়া উপজেলাকে ৬৮,পাবনা-১ আসন থেকে আলাদা করার প্রতিবাদে ও পাবনা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলা প্রশাসন কার্যালয় ও নির্বাচন কার্যালয় ঘেরাও করে ফের মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় সীমানা পুনর্বহালের দাবিতে উপজেলার মূল ফটকে বিক্ষুব্ধ জনতা অবস্থান করে শ্লোগান দেন ।

বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর)সকাল ১১টার দিকে বেড়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।এতে নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক ও বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির। এ সময় বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলামের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেন বেড়া উপজেলাবাসী।

বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন ৬৮,পাবনা-১ আসনের অধীনে থাকা বেড়ার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন কেটে সুজানগর উপজেলায় যুক্ত করেছে, যা জনগণের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত। তাদের দাবি আগের মত বেড়া-সাঁথিয়া উপজেলাকে ৬৮, পাবনা-১ আসন করা হোক। দ্রুত গেজেট বাতিল না হলে পরবর্তী পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সর্বদলীয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সহ-সভাপতি সাজেদুল ইসলাম দিপু,সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খাজাসহ ও বিভিন্ন পেশাজিবী সংগঠনের প্রতিনিধিরা।

প্রসঙ্গত,গত ৪ আগস্ট দেশের ৩৭টি নির্বাচনী এলাকার আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এরপর থেকেই বেড়ার মানুষ ধারাবাহিকভাবে একরে পর এক প্রতিবাদ কর্মসূচি মিছিল, মানববন্ধন, অবরোধ, হরতাল পালন করে আসছেন। গেল সোমবার পাবনা জেলা প্রসাশক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ও জেলা প্রসাশক নিকট স্মারকলিপি প্রদান করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে