গফরগাঁওয়ে তালা ভেঙে আবারো মন্দিরের চুরি

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৪ পিএম
গফরগাঁওয়ে তালা ভেঙে আবারো মন্দিরের চুরি

ময়মনসিংহের গফরগাঁওয়ে আবারো পৌর শহরে একটি মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে শ্রী শ্রী রাধা বজ্রমোহন মন্দিরে এ চুরি ঘটনা ঘটে।

শ্রী শ্রী রাধা বজ্রমোহন মন্দিরের সভাপতি হেবল চন্দ্র মোদক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরেরা তালা ভেঙে মন্দিরের প্রবেশ করে রক্ষিত স্টীলের দানবাক্স প্রায় ২৫/৩০ হাজার টাকাসহ, সিলিন্ডার গ্যাসের বোতল ও অন্যান্য জিনিস পত্র চুরি করে নিয়ে যায়।

উল্লেখ্য, গত এক মাস আগে পৌর শহরের ষ্টেশন রোড এলাকায় সাহাবাড়ি পুকুর পাড় সংলগ্ন শ্রী শ্রী শিব মন্দিরে একইভাবেই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।  অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে