সিংড়ায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে কলম ও দমদমা একাদশ এর মাঝে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট এর মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী হয়।
পরে উপজেলায় বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা, সাঁতার সহ সকল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নাজনীন সুলতানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক টিয়া, ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলাম প্রমূখ।