ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের ঢাকুরিয়া এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বোঝাই পিকআপ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পুলিশ চালকসহ পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও থেকে একটি চাল বোঝাই পিকআপ গাজীপুর পথে স্থানীয় জনতার সন্দেহ হলে পিকআপ আটক করে। পরের ৯৯৯ কল দিলে ভালুকা মডেল থানা পুলিশ চাল বোঝাই পিকআপ থানায় নিয়ে যায় এবং ঘটনার সাথে জড়িত সন্দেহ চালককে গ্রেফতার করা হয়।
স্থানীয় যুবদল কর্মী মো. জুয়েল রানা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল জেনেই স্থানীয়দের সাথে নিয়ে চাল ভর্তি পিকআপ আটক করা হয়েছে। পিকআপে ৫৩টি বস্তায় দুই হাজার ৬৫০ কেজি চাল ছিল। পুলিশে খবর দিলে চালকসহ পিকআপ থানায় নিয়ে গেছে।
স্থানীয় তামাট-পালগাঁও এলাকার খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার ফরহাদ হোসেন জানান, চলতি মাসের খাদ্যবান্ধব কর্মসূচির চাল তিনি গত ১১ সেপ্টেম্বর উত্তোলন করেন এবং ১৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিরতরণ শেষ করে মাস্টার রোল জমা দিয়েছেন। আটককৃত চালগুলো কার, তা তিনি বলতে পারছেন না। তবে অনেক কাঠধারীরা চাল উত্তোলন করে সাথে সাথে অসাধু ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দেয়।
আটককৃত চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির উল্লেখ করে উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন জানান, ভোক্তা নির্বাচন সঠিক না হওয়ায় খাদ্যবন্ধব কর্মসূচির উপকারভোগী কাঠধারীরা চাউল উত্তোলন করার সাথে সাথেই বিক্রি করে দেন এবং একটি অসাধু চক্র ওই চাল কম দামে কিনে অন্য জায়গায় পাচার করে বেশি দামে বিক্রি করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে একাধিকবার জানানো হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, চালের কোন দাবিদার এখনো পাওয়া যাচ্ছে না। উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসান আব্দুল্যাহ আল্ মাহমুদ জানান, আটককৃত চালের বিষয়ে বিধিগত ব্যবস্থা নেয়া হবে।