টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভবিষ্যতের দল গঠনে মনোযোগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সারির কয়েকজন খেলোয়াড়কে ভারত সফরের টেস্ট সিরিজের জন্য প্রস্তুত রাখায় নেপালের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আসন্ন টি–টোয়েন্টি সিরিজে সুযোগ পাচ্ছেন এক ঝাঁক নতুন মুখ। ক্যারিবীয় বোর্ড তরুণদের তুলে আনছে সদ্য অনুষ্ঠিত ব্রেকআউট লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল ২০২৫) থেকে। এ খবর জানিয়েছে ক্রিকইনফো।
দল ব্যবস্থাপনা জেডাইয়া ব্লেডসের মতো বেঞ্চে থাকা খেলোয়াড়দের বাইরে রেখে খুঁজছে নতুন লেফট-আর্ম পেসার ও রিস্টস্পিনার। এই মিশনে সুযোগ পাচ্ছেন কয়েকজন সম্ভাবনাময় ক্রিকেটার।
সেন্ট লুসিয়ার তরুণ ব্যাটার আকিম অগুস্টে হচ্ছেন তাদের অন্যতম। চলতি মাসে ২২ বছরে পা দেওয়া অগুস্টে দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পাচ্ছেন। সিপিএল ২০২৪–এ উদীয়মান খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের পর ২০২৫ মৌসুমে নিয়মিত খেলেছেন তিনি। দশ ইনিংসে ২২৯ রান করেছেন ১৬০–র বেশি স্ট্রাইক রেটে। গত বছর চেন্নাই সুপার কিংস একাডেমিতে দুই সপ্তাহ কাটিয়ে রহস্যময় স্পিনারদের মোকাবেলার অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বাঁহাতি ব্যাটার ও উইকেটকিপার আমির জানগুও নজর কাড়ছেন আক্রমণাত্মক ব্যাটিংয়ে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই তিনি করেছিলেন অপরাজিত ১০৪ রানের ঝলমলে ইনিংস। সিপিএল ২০২৫–এ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে চার ইনিংসে তিনটি অর্ধশতক করেছেন তিনি। আসন্ন বিশ্বকাপের আগে দ্বিতীয় উইকেটকিপারের জায়গার লড়াইয়ে আছেন জুয়েল অ্যান্ড্রুর সঙ্গে।
অ্যান্টিগার কারিমা গোরের জন্ম যুক্তরাষ্ট্রে হলেও শিকড়ের সূত্রে তিনি খেলবেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। মার্কিন দলে ২৪ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তিনি সিপিএল ২০২৫–এ ফ্যালকনসের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। দশ ইনিংসে ২১৯ রান করে দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। ফিল্ডিংয়েও বেশ প্রাণবন্ত এই অলরাউন্ডার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নজর কাড়ছেন।
বার্বাডোসের ১৯ বছর বয়সী জিশান মোতারাকে দ্রুতই তুলে আনা হয়েছে জাতীয় দলে। মাত্র দুটি ম্যাচ খেলে একটি উইকেট নিলেও তার লম্বা গড়ন, বাড়তি বাউন্স এবং তীক্ষ্ণ ‘রংআন’ নির্বাচকদের দৃষ্টি কেড়েছে। ২০২৪–এ বার্বাডোস রয়্যালসের নেট বোলার হিসেবে ছিলেন তিনি।
আরেক প্রতিশ্রুতিশীল বোলার রামন সিমন্ডস। বামহাতি এই পেসার ইয়র্কার ও ধীর গতির ভিন্নতা দিয়ে আলো ছড়িয়েছেন সিপিএলে। নয় ইনিংসে নিয়েছেন ১৩ উইকেট। জেসন হোল্ডারের তত্ত্বাবধানে তার বোলিং শৈলী আরও উন্নত হয়েছে।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর লেগস্পিন অলরাউন্ডার নাভিন বিদাইসি সিপিএল অভিষেকেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। ৩৫ বলে অর্ধশতক করার পাশাপাশি বল হাতে নিয়েছেন কুইন্টন ডি কক ও শারফেন রাদারফোর্ডের মতো ব্যাটারদের উইকেট। এর আগে ব্রেকআউট লিগে তিনি ছিলেন যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।
নেপালের বিপক্ষে সিরিজ দিয়ে ক্যারিবীয়রা শুধু তাৎক্ষণিক সাফল্য নয়, বরং আগামী বছরের বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী ও সুষম দল গড়ে তুলতে চাইছে।