শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ছুটি শুরু হচ্ছে। সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে থাকবে ৯ দিনের ছুটি। আর সরকারি-বেসরকারি কলেজ এবং টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলো পাবে সর্বোচ্চ ১৪ দিনের ছুটি।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজাকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে। তবে শুক্র ও শনিবার (২৬ ও ২৭ সেপ্টেম্বর) আগে থেকেই বন্ধ থাকায় বাস্তবে অনেক প্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে ২৬ তারিখ থেকেই।
প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ছুটির ভিন্নতা:-
প্রাথমিক বিদ্যালয়: ছুটি থাকবে মোট ৯ দিন। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়: ছুটি থাকবে ১২ দিন। ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজ: সাপ্তাহিক ছুটিসহ মোট ১৪ দিন ছুটি পাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো।
এদিকে, ৬ অক্টোবর লক্ষ্ণীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি পাবেন শিক্ষকরা। এছাড়া দুর্গাপূজার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসব যেমন ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, ও লক্ষ্ণীপূজা-এই ছুটির আওতায় ধরা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় একটি অফিস আদেশে জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা না রাখতে হবে। ধর্মীয় উৎসব এবং শিক্ষার্থীদের ছুটির কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২৪ সেপ্টেম্বর এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে।