নীলফামারীতে প্রতিমা ভাঙ্গার অপরাধে যুবক গ্রেফতার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৫ পিএম
নীলফামারীতে প্রতিমা ভাঙ্গার অপরাধে যুবক গ্রেফতার

নীলফামারীতে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার সংগলশি ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মন্দিরে পূজা করতে আসা নারীরা দেখতে পান, এক যুবক মন্দিরে ঢ়ুকে প্রতিমাগুলো ভাঙচুর করছে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে হাতেনাতে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই যুবক মন্দিরের চারটি প্রতিমা ভেঙ্গে ফেলে।

কালী মন্দির কমিটির সভাপতি পঙ্কজ কুমার বলেন, আমাদের মন্দিরে ঢ়ুকে প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা গ্রামে কখনও ঘটেনি। মহিলাদের চিৎকার শুনে আমরা দ্রুত ছুটে গিয়ে ওই যুবককে আটক করি। এ ঘটনায় মন্দিরের ভক্তরা ভীষণ আতঙ্কিত।

গ্রেফতারকৃত যুবক সৈয়দপুর উপজেলার পোড়ার হাট আবাসন এলাকার মঈন খানের ছেলে এরফান আলী। তার বাবা জানান,দীর্ঘদিন ধরে এরফান মানসিক সমস্যায় ভুগছে এবং স্থানীয় কবিরাজের চিকিৎসা চলছে।

এ ঘটনায় মন্দির কমিটির সেক্রেটারি বিজয় চন্দ্র রায় শুক্রবার নীলফামারী থানায় মামলা দায়ের করেন। মামলা

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবীব জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করা হয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ভাঙচুরের কারণ,যুবকের মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে