সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে সহ নিহত ৩

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩০ পিএম
সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে সহ নিহত ৩

বগুড়া-সারিয়াকান্দির হাট ফুলবাড়ী নামক স্থানে সড়কে সিএনজি - বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের তিনজন নিহত হয়েছেন ।ঘটনায় বগুড়া সদরের কুয়েতপাড়ার সিএনজি চালক শুকুর আলী  (৩৮) ঘটনা স্থলে নিহত হন।সারিয়াকান্দি থানার ওসি ঘটনা নিশ্চিত করছেন।

 গাইবান্ধার সাঘহাটা উপজেলার পুটিমাররা গ্রামের বাবা বিপুল চন্দ্র দাস(৩৮) ও তার ছেলে  বিমল চন্দ্র দাস (৯) বগুড়া, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা জান। পরিবার নিয়ে  ঢাকা থেকে সারিয়াকান্দি শশুর বাড়ি আসছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে