খুলনার রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির কার্যালয় এ ভোটগ্রহণ হবে। ১৭টি পদের মধ্যে ১১টি পদে ২২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর ছয়টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি পদে মোল্লা আনোয়ারুল ইসলাম, নির্বাহী সভাপতি পদে মোল্লা সাইফুর রহমান, কার্যনির্বাহী সভাপতি পদে এস এম মুরশিদুল রহমান লিটন, সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মহিউদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মো. আমিরুল ইসলাম তারেক। বাকি ১১টি পদে ২২ জন প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ নাসির শেখ (হরিণ), বিকাশ মিত্র (মোটরসাইকেল), সহ-সভাপতি পদে খান কামরুজ্জামান (মোরগ), মিঠু মোল্লা (আনারস), মো. রেজাউল মোল্লা (মাছ), সহ-সাধারণ সম্পাদক পদে মো. সোহেল (ঠেলাগাড়ি), মো. শুকুর আলী (উড়োজাহাজ), উপ-সম্পাদক পদে আবুল কালাম ভূঁইয়া (টিউবওয়েল) মো. রেজাউল করিম (দোয়াত কলম), সরদার মনিরুল ইসলাম (সিলিং ফ্যান), কোষাধ্যক্ষ পদে তায়েফ উদ্দিন শেখ দ্বারা (কাপ পিরিচ), কবির উদ্দিন (বৈদ্যুতিক বাল্ব), দপ্তর সম্পাদক পদে আব্দুর রহমান (তালা চাবি), মো. তৌহিদ শেখ (মই), লাইন সম্পাদক পদে ৫টি। যথাক্রমে মো. শাকির চৌধুরী (রেডিও), মো. আজিজুল শেখ (টেবিল), আশরাফুজ্জামান শাহিন (হাস), গহর আলী (ক্রিকেট ব্যাট), জান্নাতুন নাঈম (ফুটবল), জাহিদ হোসেন (বালতি), সেলিম মুন্সী (মাইক)। নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছেন মোঃ মুজিবর রহমান, উজ্জ্বল কুমার ও জিয়াউর রহমান স্বাধীন।