পুঠিয়ায় ছেলের ঋণের দায়ে পিতার দোকানে তালা

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৯ পিএম
পুঠিয়ায় ছেলের ঋণের দায়ে পিতার দোকানে তালা

রাজশাহীর পুঠিয়ায় প্রবাসী ছেলের ঋণের দায়ে বৃদ্ধ বাবার নিজের নামে থাকা মার্কেটের দুইটি দোকানঘর জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ উঠেছে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে,২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভাড়াটিয়া মুক্তার হোসেনকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাহির করে দুটি ঘরে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয়। উপজেলার চকপলাশী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে মাহাবুর রহমানসহ ১০/১২ জন মিলিত হয়ে। ২৫ সেপ্টেম্বর দুপুরে জোরপূর্বক দখল নেওয়ার ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছেন। উপজেলার জিউপাড়া ইউনিয়ন ধোপাপাড়া বাজারে আলহাজ ইউনুস আলী (৬৭) তার নিজ নামে থাকা মার্কেটের দুইটি দোকান ঘর ভাড়া দিয়ে ছিলেন। ভুক্তভোগী ইউনুস আলী বলেন,আমি শুনেছি আমার ছেলের সিরাজুল ইসলাম নিকটে ১২ লাখ টাকা মাহাবুর নামের একজন পাবে। ছেলের নিকট টাকা পাওয়ার জন্য তারা ছেলের নামে দুই/তিনটা মামলা কোটে করেছেন। মামলাগুলো বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। আমার ছেলে টাকা পাওয়া ব্যক্তিদের ভয়ে সে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। আর সেই টাকার জন্য আমাকে বিভিন্ন সময়ে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। আমি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তা হিনতায় রয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে