বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে হাকিকত মোল্লা নামে এক যুবকের নেতৃত্বে অপরাধী সিন্ডিকেট গঠনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ভূমি দস্যুতা, মাদক ব্যবসা, অসহায় মানুষের ওপর হামলা-নির্যাতনসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গাংনী মহাশ্মশানের কাছে ওই সিন্ডিকেট অপরাধ ও নাশকতার পরিকল্পনা সভা করছিল। বিষয়টি টের পেয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ইয়াসিন শেখ (২৮) নামে এক যুবককে সেখানে পাঠান পরিকল্পনার খবর জানার জন্য। কিন্তু উপস্থিত অপরাধীরা তাকে দেখে এলোপাতাড়ি মারধর শুরু করে। তখন ইয়াসিনের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন ইয়াসিন সাংবাদিকদের বলেন, “অপরাধীদের পরিকল্পনার বিষয় জানার জন্য আমাকে পাঠান স্থানীয় মুরব্বিরা। সেখানে যাওয়ার পরপরই হাকিকতসহ অন্যরা আমাকে অমানুষিকভাবে মারধর করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এলাকাবাসীর অভিযোগ, হাকিকত মোল্লা ও তার সহযোগীদের কারণে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তারা প্রায় সব ধরনের অপরাধে জড়িত, যার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।
স্থানীয়রা বলেন, “এদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা চাই প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।”