গত ২২ সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটের পাশে ওই কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় দগ্ধ হওয়া টঙ্গী ফায়ার স্টেশনের দুই ফায়ার ফাইটার- শামীম আহমেদ এবং নুরুল হুদাও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এবার আরও একজন মৃত্যু হয়েছে। তার নাম আল আমিন হোসেন বাবু (২২)। ওই দোকান কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
কুড়িগ্রামের রৌমারি উপজেলার বাসিন্দা আল আমিন টঙ্গী রেলওয়ে কলোনিতে থাকতেন এবং পাশের একটি হার্ডওয়্যার ও রঙের দোকানে কাজ করতেন।
তার সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের পাশের একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে তাদের দোকানও ঝুঁকিতে পড়ে। গোডাউন থেকে মালামাল উদ্ধারের সময় আল আমিন আগুনে দগ্ধ হন। তখন আল আমিন হোসেন বাবুকে উদ্ধার করে আইসিইউতে রাখা হয়েছিল।
বর্তমানে এই দুর্ঘটনায় দগ্ধ আরও একজন দোকান কর্মচারী এবং ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাইম শরীরের ৪২ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন।
গত ২২ সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটের পাশে ওই কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আগুন নেভাতে টঙ্গী ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ শুরু করে। অগ্নিনির্বাপণের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটলে চার ফায়ার ফাইটার এবং আল আমিনসহ স্থানীয় কয়েকজন দোকান কর্মচারী দগ্ধ হন। দ্রুতই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।