বৃহস্পতিবার কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন বিয়াম স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান (যুগ্ন সচিব)। এ সময় সাথে ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার জনবান্ধব সুযোগ্য প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সিভিল সার্জন অভিজিৎ শর্ম্মা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোঃ ফারুক, উপসহকারী প্রকৌশলী মোঃ আজিজুল হক জুয়েল, বিয়াম স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।