চাঁদপুরের মতলব দক্ষিণ সদরের মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কোয়ার্টার থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) কলেজের বিজ্ঞান ভবনের পিছনে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সালামত উল্লাহর অব্যবহৃত বাসভবনের পরিত্যক্ত রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটির অঙ্গ-প্রত্যঙ্গ খণ্ডিত অবস্থায় থাকায় নিহতের বয়স এবং পুরুষ না মহিলা তা নির্ধারণ করা যায়নি। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ঘটনার দিন সকালে ওই রান্নাঘরে রক্ষিত কোয়ার্টারের পানির মোটর ঠিক করতে মেকানিককে পাঠানো হয়। ঘরের তালা খুলে ঘরে প্রবেশ করতেই মেকানিক গন্ধ পায় ও মোটরের পাশে লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি সে কলেজ শিক্ষক জিন্নাহ স্যারকে জানায়। পরে পুলিশকে জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে । লাশটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমানসহ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) ও সিআইডির দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, আমরা ১১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশটি অনেক আগের বিধায় কঙ্কালাসারে রুপ নিয়েছে। পুরুষ না নারী এখনোই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।