পি আর পদ্ধতিসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবীতে শুক্রবার বিকেল ৪ টায় কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
পথসভায় বক্তব্য রাখেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও রৌমারীর সাবেক আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাক,রাজিবপুর উপজেলা আমীর আবুল বাশার মোঃআব্দুল লতিফ,সাধারন সম্পাদক আজিজুর রহমান, রাজিবপুর ইউনিয়নের রোকন মাওলানা মফিজুল ইসলাম ও ইসলামি আন্দলনের রাজিবপুরের উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের ও যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ। পথসভার পূর্বে এক বিশাল বিক্ষোভ মিছিল জামাতের অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে পথ সভায় সমবেত হয়।