রাজিবপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩১ পিএম
রাজিবপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবীতে শুক্রবার বিকেল ৪ টায় কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।

পথসভায় বক্তব্য রাখেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও রৌমারীর সাবেক আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাক,রাজিবপুর উপজেলা আমীর আবুল বাশার মোঃআব্দুল লতিফ,সাধারন সম্পাদক আজিজুর রহমান, রাজিবপুর ইউনিয়নের রোকন মাওলানা মফিজুল ইসলাম ও ইসলামি আন্দলনের রাজিবপুরের উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের ও যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ। পথসভার পূর্বে এক বিশাল   বিক্ষোভ মিছিল জামাতের অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে পথ সভায় সমবেত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে