গফরগাঁওয়ে ৫ দফা দাবিতে জামায়াতের সমাবেশ ও মিছিল

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০২ পিএম
গফরগাঁওয়ে ৫ দফা দাবিতে জামায়াতের সমাবেশ ও মিছিল

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গফরগাঁও পৌরশহরের জামতলা মোড়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে ও নির্বাচন বিভাগের সদস্য মোফাজ্জল আনসারীর সঞ্চালনার মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির ও ময়মনসিংহ-১০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, পাগলা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারী একলাসুর রহমান, পাগলা থানার জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবু তালেব, ডাঃ আফতাব উদ্দিন চেয়ারম্যান, আতিকুর রহমান হিরা, ইসলামি ছাত্র শিবির গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান, ইসলামি ছাত্র শিবির পাগলা থানা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম,

উপজেলা ওলামা বিভাগের সভাপতি সুলতান আহমেদ জুনাইদ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মাইনউদ্দিন, পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি তানভীর আহমেদ খলিলসহ উপজেলা, থানা, পৌরসভা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রস্তাবগুলো দেশের মুক্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এ সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না। অবিলম্বে নিরপেক্ষ ও অংশ গ্রহণমূলক নির্বাচনের ঘোষণা দেয়ার আহ্বান জানাই।’

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিশাল মিছিল জামতলা মোড় থেকে গফরগাঁও বাজার এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় জামতলা মোড় গিয়ে শেষ হয়। মিছিলে স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড হাতে হাজারো নেতাকর্মী অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে