এশিয়া কাপের মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর বিতর্কের মিশেল। মাঠের লড়াই ছাড়াও মাঠের বাইরে নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনায় থাকেন দুই দলের ক্রিকেটাররা। এবার সেই বিতর্ক গিয়ে ঠেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তিমূলক ব্যবস্থায়। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফকে আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে। একই ঘটনায় পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে সতর্ক করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়কে সামরিক বাহিনীর প্রতি উৎসর্গ করেছিলেন সূর্যকুমার। সংবাদ সম্মেলনে তিনি ‘অপারেশন সিদুঁর’-এর উল্লেখ করে জয়টি ভারতীয় সেনাদের নামে উৎসর্গ করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এটিকে রাজনৈতিক মন্তব্য আখ্যা দিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। শুনানি শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমারের বক্তব্যকে আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য করেন এবং তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এমন মন্তব্য না করার জন্য সতর্কও করেন।
অন্যদিকে, সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে দর্শকদের উদ্দেশে বিতর্কিত অঙ্গভঙ্গি করেন হারিস রউফ। তিনি এমন ভঙ্গি করেছিলেন, যেন আকাশে উড়ে যাওয়া বিমান ভূপাতিত হচ্ছে। আইসিসি এটিকে উসকানিমূলক আচরণ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধেও একই শাস্তি ঘোষণা করে।
সেই ম্যাচেই ফিফটি উদযাপনের সময় ফারহান ব্যাট দিয়ে এ কে–৪৭ রাইফেল চালানোর ভঙ্গি করেছিলেন। যদিও আইসিসি তাকে জরিমানা করেনি, তবে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, তিন ক্রিকেটারই নিজেদের নির্দোষ দাবি করেছিলেন, তাই তাদের বক্তব্য শোনার পর ম্যাচ রেফারি সিদ্ধান্ত দেন। ভারতীয় বোর্ড বিসিসিআই সূর্যকুমারের শাস্তির বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছে। তবে শুনানি কবে হবে, তা এখনও নিশ্চিত নয়।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের শুরু থেকেই বিতর্ক থামছে না। গ্রুপ পর্ব ও সুপার ফোরের দুই ম্যাচেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় খেলোয়াড়রা। বিষয়টি নিয়েও উত্তেজনা তৈরি হয়। সবশেষ সূর্যকুমার, রউফ ও ফারহানের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের আগুন জ্বলে উঠেছে।
এই অবস্থায় রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে হতে যাচ্ছে এশিয়া কাপের ইতিহাসে প্রথম ভারত-পাকিস্তান ফাইনাল। মাঠের লড়াইয়ের আগে দুই দলের ক্রিকেটারদের এই শাস্তি চূড়ান্ত ম্যাচটিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।