চট্টগ্রামে স্বনামধন্য প্রতিষ্ঠান সরগম একাডেমী আয়োজনে ও ওস্তাদ মোহনলাল দাশে এর স্মৃতি সহযোগিতায় নগরীর শিল্পকলা একাডেমীর গ্যালারি হলে বরেণ্য কবী ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ স্বপন কুমার দাশের ৬৫তম জন্ম - জয়ন্তী ২০২৫ উৎসব উদ্দীপনার মাধ্যমে পালিত হয় এবং একি সাথে সরগম একাডেমী ১৪তম বর্ষপূর্তি একাডেমীর সভাপতি বাবু কিরণ শর্মা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল আলম নিজামি (সাবেক অতিরিক্ত সচীব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজুল হক,পরিচালক বাংলাদেশ বেতার চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন বাবু কৈলাস বিহারী সেন, সভাপতি বাগেশ্বরী সংগীতালয় চট্টগ্রাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মরমী ও লোক শিল্পী জনাব আব্দুর রহিম, ক্ষেতনামা গীতিকার বাবু সূরজিৎ রাহা দাসু, বিশিষ্ট সংগঠক ও সংস্কৃতি শেবি প জনাব মোঃ মহসিন,প্রমুখ উল্লেখযোগ্য শিল্পী হিসেবে উপস্থিত ছিলেনগীতিকার এড.. সুরজিত রাহা দাসু,সাংবাদিক রুপম ভট্টাচার্য (বুরো চীফ,দৈনিক সবুজ বাংলা)।প্রমুখ উল্লেখযোগ্য।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ববিতা ইসলাম।এ ছাড়াও এতে কন্ঠ শিল্পী হিসাবে মরমী শিল্পী শিমুল শীল, পাপিয়া আহমেদ( প্রযোজক বাংলাদেশবেতার চট্টগ্রাম),শ্রীমা দেওয়ানজী,ইকবাল পিন্টু,দিদারুল ইসলাম,আব্দুল হালিম,জুয়েল দীপ,কাকলি দাশ গুপ্তা,অভিষেক দাশ,নুপুর দাশ,জিল্লাল হাসান, অদিতি রক্ষিত,পম্পি ,এস,বি সুমি,প্রমুখ এ ছাড়াও ত্রি তরঙ্গ,মুক্তধ্বনি,স্ব দেশ ,প্রমা উচ্চারক সহ অনেক আবৃত্তি সংগঠনের বাচিক শিল্পীরা এ খ্যাতিমান সংগীত ব্যাক্তিত্বের জন্ম জয়ন্তীতে উপস্থিত ছিলেন, সব শেষ কেক কাটার মাধ্যমেই অনুষ্ঠান সমাপ্তি হয়।