বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৪ পিএম
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

আন্তর্জাতিক পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি কোর্ট পয়েন্ট হয়ে ক্বিনব্রিজ সংলগ্ন সারদা হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

ÒTourism and Sustainable Transformation” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি অংশ নেন। রঙ-বেরঙের ব্যানার ও ফেস্টুনে সজ্জিত র‌্যালিটি শহরের পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী। তিনি বলেন, সিলেটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, পাহাড়, হাওর, নদী ও ঐতিহাসিক স্থাপনা পর্যটন সম্ভাবনায় ভরপুর। যথাযথ পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়ন হলে সিলেট শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও অন্যতম পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “পর্যটন শুধু অর্থনীতিকে শক্তিশালী করে না, বরং মানুষের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই সিলেটকে টেকসই পর্যটনের মডেল হিসেবে গড়ে তুলতে।”

এছাড়া অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদ, সিটি করপোরেশনের প্রতিনিধি, সিলেট প্রেসক্লাবলল নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। বক্তারা পর্যটন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, সিলেটে পর্যটনশিল্পকে এগিয়ে নিতে নিরাপত্তা নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, আন্তর্জাতিক মানের হোটেল-রিসোর্ট স্থাপন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার বিকল্প নেই।

আলোচনা সভার শেষে বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্য তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে