সাতক্ষীরা সদর উপজেলার খানপুর বাজার থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
আটককৃত ছাত্রলীগ কর্মী রাসেল খানপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তার পিতা আক্তারুজ্জামান শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পি জানান, “ছাত্রলীগের ওই কর্মী খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে আমরা আইন অনুযায়ী তাকে পুলিশে সোপর্দ করেছি।”
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল আলম আটককৃত ছাত্রলীগ কর্মীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভিযোগের ভিত্তিতে ওই কর্মীকে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”