সর্বস্তরের নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে: রুবেল

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১০ পিএম
সর্বস্তরের নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে: রুবেল

জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে উল্লেখ করে নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক তিনবারের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, "সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আচরণ-আচরণে হতে হবে আরও সতর্ক এবং সংযত। যারা দলের শৃঙ্খলাভঙ্গের কারণ হবেন ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দেয়া হবে। দলীয় শৃঙ্খলাভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ন হয়-এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে। জনগণও বিএনপিকে বিশ্বাস করে।" 

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গৌরিপুর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।  শনিবার ( ২৭ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও নতুন বাজারে ওই আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন নেছা হক কোহিনুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. জেসমিন আক্তারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা যুগ্ম আহ্বায়ক ও মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, গৌড়িপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।

আলোচনা সভা ও কর্মী সমাবেশে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী নির্বাচনের জন্য মানুষের মন জয় করে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে