শেরপুরে ৮৫ মণ্ডপের আর্থিক সহায়তা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম
শেরপুরে ৮৫ মণ্ডপের আর্থিক সহায়তা

শেরপুর সদর উপজেলার ৮৫টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন শেরপুর সদর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও  জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। গত শুক্রবার রাতে শহরের মাধবপুরস্থ তার বাসভবনে সদর উপজেলা বিএনপির আয়োজনে এই আর্থিক অনুদান প্রদান এবং মণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়।

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “দুটি দল নিজেরা কিছু করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করে আসছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছে।

আপনার জেলার সংবাদ পড়তে