চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে হামজা (৯) নামের এক শিশু মারা গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) শনিবার দুপুরে ওই গ্রামের পাটোয়ারী বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের প্রবাসী মো. আলম হাওলাদারের ছেলে। সে উত্তর নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, ওই দিন দুপুর সাড়ে ১২ টার দিকে নিহত হামজা বাড়ির পুকুরে গোসল না করে আধা কিলোমিটার দূরে পাটোয়ারী বাড়ির পুকুরে তার সাথে পড়ে ওই বাড়ির আরও তিন সহপাঠীসহ পকুরে গোসল করতে নামে। সে ভালোভাবে সাঁতার জানে না ও গভীর পানিতে গিয়ে তলিয়ে যায়। পরে বাড়ির বড়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক জানায় সে মারা গেছে। তার মা হালিমা বেগম দুই ছেলের একজনকে হারিয়ে পাগল প্রায়। বাবা খবর শুনে সৌদি আরব থেকে বাড়ি ফিরছে। নিহতের বড় ভাই আবদুল হামিদ নওগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।