বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও গুণীজন সংবর্ধনা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৮ এএম
বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও গুণীজন সংবর্ধনা

সাতক্ষীরার পাটকেলঘাটার চক্রবাক সঙ্গীত বিদ্যালয়ের লিখিত ও মৌখিক  পরীক্ষার ফলাফল ঘোষনা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নারায়ন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রাক-প্রাথমিক হতে প্রারম্ভিক ক ও খ সহ ১ম বর্ষ হতে ৬ষ্ঠ বর্ষ পর্যন্ত মোট ৮১ জন শিক্ষার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সঙ্গীত প্রযোজক অপূর্ব রায়কে ক্রেস্ট এবং উত্তরীয় পরিয়ে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে চক্রবাক সঙ্গীত বিদ্যালয় হতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় কুমার ইন্দ্রজীৎ সাধু, গৌরব অধিকারী, ঐশী মিত্র,রাজদ্বীপ সাহা ও প্রতিভা রায়কে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা শেষে প্রভাষক অলীক কুমার পালের উপস্থাপনায় এবং চক্রবাক সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক সুমন কুমার দাশের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য নাজমুল হাসান, খুলনা বেতারের শিল্পী পূর্ণচন্দ্র সরকার, এ এইচ এম কামরুজ্জামান, পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের প্রধান শিক্ষক দীলিপ ভট্টাচার্য, পুরোহিত বিশ্বজিৎ কুমার শিমুল, শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল ও কুমার ইন্দ্রজীৎ সাধু। আলোচনার পর পরই উপস্থিত অতিথিবৃন্দের হাত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরিশেষে চক্রবাক সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীতের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে