কিশোরগঞ্জের বাজিতপুরে পূজা মন্ডপ ৬১টি, নিকল তে পূজা মন্ডপ ১৬ টি, কুলিয়ারচরে ৩৪ টি সহ ১৩ উপজেলায় আগামী রবিবার থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। সেই দূর্গা পূজাই বাজিতপুর উপজেলার একটি পৌরসভা সহ ১১ টি ইউনিয়নে ৬১ টি পূজা মন্ডপে ৩৯১ জন আনসার ভিডিপি সদস্যরা আইনশৃঙ্খলার বাহিনীর সহযোগিতায় নিরবচ্ছিন্ন পরিবেশে তাদের ১০ দিন ব্যাপী দায়িত্ব পালন করে আসছেন। এরি দারা বাহিকতায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিন আক্তার, প্রশিক্ষক শফিউল আলম, প্রশিক্ষীকা রেহানা সিকদার দায়িত্ব পালন করে আসছেন। গত তিন দিন আগে এই উপজেলার ৩৯১ জন আনসার ভিডিপি সদস্যদের বাজিতপুর আনসার ভিডিপি অফিস ও সরারচর এয়ারপোর্ট প্রাঙ্গনে বাছাই পর্ব শেষে প্রতি মন্ডপে মন্ডপে আনসার ভিডিপি সদস্যদের দায়িত্বে পাঠিয়েছেন। এরি দারাবাহিকতায় সরারচর শ্রী শ্রী শ্মশান মন্দির দক্ষিন মিরাপুর বিশিষ্ট ব্যবসায়ীক ও সমাজ সেবক অজিত চন্দ্র সাহা এই মন্দিরের উপদেষ্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে।