ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৪ নং সালটিয়া ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা এলডিপি কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার সম্পাদক মনির খান প্রমুখ। উক্ত কর্মীসভায় উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সালটিয়া ইউনিয়নের তৃণমূলে সংগঠনকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন এবং ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।