ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৃহবধু নিহত হয়েছে। এ ঘটনায় বাইক চালক স্বামী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে খুলনা চুকনগর মহাসড়কের মেছাঘোনা এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,বাগেরহাটের মোংলা মাধবী এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান (৩০) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার (২৫)কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনা স্থলে পৌঁছুলে পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির অজ্ঞাত নম্বরের একটি ট্রাক মোটরসাইকেলটির সাঁজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে দুমড়েমুচড়ে রাস্তার উপর পড়ে যায়। এসময় সাথে থাকা স্ত্রী সুরাইয়া আক্তার (২৫) ও বাইক চালক স্বামী মাহফুজুর রহমান (৩০) শরিরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরতর ও রক্তাক্ত জখম হন।
খবর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সুরাইয়ার করুন মৃত্যু হয়।চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।আর আহত মাহফুজুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়ে মোংলা নিজ এলাকায় ফিরে গেছেন।