পাবনার সুজানগর পৌর বাজারের ৩টি কীটনাশকের দোকানে অবৈধভাবে তথা অতিরিক্ত দামে সার বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩০হাজার টাকা জরিমানা এবং ৩০বস্তা ৫১ কেজি সার জব্দ করেছে । শনিবার দিনগত রাতে পৌর বাজারের কৃষি বীজ ভাণ্ডার, মহিত বীজ ভাণ্ডার ও মন্ডল বীজ ভাণ্ডারে ওই অভিযান পরিচালিত হয়।
সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন জানান, সরকারি নিয়ম অনুযায়ী বিএডিসির লাইসেন্সপ্রাপ্ত ডিলার ব্যতীত অন্য কোন দোকানদার সার বিক্রি করতে পারবেন না। কিন্তু বেশ কিছুদিন ধরে পৌর বাজারের ওই ৩টি কীটনাশকের দোকানে অবৈধভাবে তথা অতিরিক্ত দামে ডিএপি, এমওপি এবং ইউরিয়া সার বিক্রি করছিল। শনিবার দিনগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ ওই ৩টি দোকানে অভিযান চালিয়ে প্রত্যেক দোকানদারকে ১০হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা জরিমানা আদায় এবং ৩টি দোকান থেকে ৩০বস্তা ৫১ কেজি ডিএপি, এমওপি ও ইউরিয়া সার জব্দ করেন। পরে জব্দকৃত সার ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।