দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে ছাগল ও হুইল চেয়ার বিতরণ

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) :
| আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৭ পিএম | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২২ পিএম
দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে ছাগল ও হুইল চেয়ার বিতরণ

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রমে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা এর উদ্যোগে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

ছাগল ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অনন্যা সংস্থার সভাপতি বিলকিস আরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ছাগল বিতরণ ও একজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।

এতে স্বাগত বক্তব্য রাখেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও অনন্যার নির্বাহী সদস্য সুবর্ণা মোস্তফা কামাল ও দেলোয়ারা বেগম শেফালী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনন্যা সংস্থার কোষাধ্যক্ষ মো. তাইজুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অনন্যা সংস্থার একাউন্টটেন্ট আক্তার বানু।

শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করে উন্নয়নের মূল -্রােত ধারায় আনতে হবে। তাদের পরিচর্যা করতে পারলে তারাও এদেশের উন্নয়নে অংশিদার হতে পারে। আপনারা ছাগলগুলো ভালোমত পরিচর্যা করবেন এবং ১টি ছাগলকে দিয়ে যাতে ভবিষ্যতে ১০টি ছাগল হয় সেভাবে লালন-পালন করবেন। 

অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, অনন্যা সংস্থা প্রতিবন্ধী, প্রবীন জনগোষ্ঠীকে নিয়ে ইতিপূর্বে যথেষ্ঠ কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারি সুযোগ-সুবিধা পেলে আমরা আগামীতেও প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় কাজ করে যাব।

আপনার জেলার সংবাদ পড়তে