সিলেটে ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তির দাবিতে পদযাত্রা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৮ পিএম
সিলেটে ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তির দাবিতে পদযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ব্যাটারি চালিত রিকশা বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সিলেট নগরবাসীকে নিয়ে বিক্ষোভ ও পদযাত্রায় নেমেছেন।

রোববার সকাল সাড়ে ১১টায় কোর্ট পয়েন্টে তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত হন। দ্রুত সময়ের মধ্যে শত শত মানুষ সেখানে জমায়েত হয় এবং রিকশা বন্ধের দাবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।

পদযাত্রাটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, গতকাল (শনিবার) পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সকল শ্রেণিপেশার মানুষ হকার ও ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের পক্ষে একমত হয়েছেন। তিনি বলেন, ব্যাটারি চালিত রিকশার কারণে সড়কে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে, এছাড়া ফুটপাতে হকারদের কারণে সাধারণ মানুষের চলাচলে বিরক্তি সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক ইতোমধ্যে বিষয়টি নিয়ে আন্তরিক উদ্যোগ নিয়েছেন এবং শিগগিরই লালদিঘীর পাড়ের রাস্তা সম্প্রসারণ কাজের অংশ হিসেবে হকারদের সেখানে স্থানান্তর করা হবে। পদযাত্রার মাধ্যমে প্রশাসনের প্রতি সমর্থন জানিয়ে আরিফুল হক বলেন, যারা সরকারি বা প্রাইভেট গাড়ি ও সিএনজি ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তিনি স্থানীয় কমিটি গঠনের আহ্বান জানান। ইতিপূর্বে শনিবার বিকেলে চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় হকার উচ্ছেদ কার্যক্রমেও অংশগ্রহণ করেন আরিফুল হক, যেখানে তিনি হকার ও ব্যাটারি চালিত রিকশাকে নগরজীবনের প্রধান প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করেন।নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনসহ সকল মহলকে এগিয়ে আসার জন্য আহবান জানান

আপনার জেলার সংবাদ পড়তে