বেতাগীতে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিল ডাঃ সুলতান আহমেদ

এফএনএস (পাথরঘাটা, বরগুনা) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৪ পিএম
বেতাগীতে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিল ডাঃ সুলতান আহমেদ

বরগুনার বেতাগীতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ও জামায়াত মনোনীত বরগুনা ২ আসনার সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদের সহযোগীতায় দিনব্যাপী চক্ষু ক্যাম্পে ৮০০ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় চোখের ছানি অপারেশনের লক্ষ্যে বাছাইকৃত রোগীদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায়  পৌরসভার সালেহীয়া মহিলা মাদরাসা প্রাঙ্গনে  পৌরসভা থেকে আগত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র, স্বল্পমূল্যে চশমা ও ওষুধপত্র প্রদান করেন।

বেতাগী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো.সাইদুল ইসলাম সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দারুল ইসলাম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহাদাত হোসেন, পৌর জামায়াতের সভাপতি আবদুল বারেক বিশ্বাস, সহ সভাপতি, হাফেজ মাহবুবুর রহমান, হাফেজ সাইদুর রহমান দুলাল, পৌর সেক্রেটারি মোল্লা মাসুম বিল্লাহ, শিবির সভাপতি বশির উদ্দিন প্রমুখ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৪ বছরে কখনো রাষ্ট্র পরিচালনায় আসেনি। কিন্তু তারপরও সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিগত সময় বেতাগী উপজেলার যেকোন দূর্যোগ পরিস্থিতিতেও অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে জামায়াতে ইসলামী বেশি মানুষের সহযোগীতায় কাজ করেছে। আগামীতে জামায়াত মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হলে বৃহৎ পরিসরে জনগনের সেবা করার সুযোগ তৈরী হবে। এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ব্যতিক্রমী কার্যক্রমকে ঘিরে সংশ্লিষ্ট পরিবার ও সর্ব মহলে প্রশংসনীয় উদ্যোগ বলে সাড়া যুগিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে