ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্প এলাকা জামিরদিয়া গ্রামে গ্যাসের রাইজার থেকে আগুনের সুত্রপাত হয়ে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি রুম ও দুইটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মালামাল সরাতে গিয়ে আগুনে পুড়ে রফিকুল্লাহ নামে একজন গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। নিহত রফিকুল্লাহ বাড়ী হালুয়াঘাট উপজেলার সুরুজ্জামানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানায়, ২৮ সেপ্টেম্বর রোববার সকাল নয়টার দিকে জামিরদিয়ার গ্রামে স্থানীয় তোফাজ্জল হোসেনের বাড়িতে গ্যাসের রাইজার থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহর্তে মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ভাড়াটিয়া রফিকুল্লাহ তার রুমের মালামাল সরাতে গিয়ে আগুনে দগ্ধ হয়। আগুনে তীব্রতা বৃদ্দি পাওয়া তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আসে কিন্তু রাস্তা সুরু থাকায় বিকল্প রাস্তা দিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে এবং লাশ উদ্ধার করে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অতিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। আশপাশে কোন পানির ব্যবস্থা নেই। ঘটস্থলে যাওয়ার রাস্তা সুরু ও মানুষের ভিরে গাড়ী আটকে যায়। ফলে বিকল্প রাস্তা দিয়ে গিয়ে পাশে একটি ফ্যাক্টরী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ধারণা করা হচ্ছে বজ্রপাতে গ্যাসের রাইজার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে৷ প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ যানা যায়নি।