ঘাটাইলে ইসলামী ব্যাংকের উদ্বোধন করেন গভর্নর এইচ মুনসুর

এফএনএস (বিভাস কৃষ্ণ চৌধুরী; টাঙ্গাইল) :
: | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ এএম
ঘাটাইলে ইসলামী ব্যাংকের উদ্বোধন করেন গভর্নর এইচ মুনসুর

টাঙ্গাইলের ঘাটাইলে  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৪০০ তম শাখা হিসেবে ঘাটাইল  শাখার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মুনসুর। 

শনিবার  (২৮ ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়ামে এ শাখার উদ্বোধন করা হয়।

ইসমামী ব্যাংক বোর্ড অব ডাইরেক্টরের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগতম বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা,প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মুহাম্মদ আব্দুস সামাদ।

এসময় আরো বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল,অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম,রিক্সা ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান,সাবালিয়া সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক,এইম সিটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড  কলেজের অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল প্রমুখ। 

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে