শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৮ পিএম
শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।   রোববার  (২৮ সেপ্টেম্বর ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় তিনি তথ্য অধিকার আইন, পরিবেশ সংক্রান্ত তথ্যের সহজলভ্যতা এবং ডিজিটাল যুগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ। ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে