বরগুনায় টাইফয়েড টিকা বিষয়ক কনসাল্টেশন ওয়ার্কশপ

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১০ পিএম
বরগুনায় টাইফয়েড টিকা বিষয়ক কনসাল্টেশন ওয়ার্কশপ

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় টাইফয়েড টিকা নিয়ে কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বরগুনা জেলা তথ্য অফিসের আয়োজনে ইউনিসেফ এর  সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব -করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। 

জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে  এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মো: আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম এর সভাপতি হাফিজুর রহমান মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম।   সাংবাদিক ইউনিয়নের , সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন প্রমুখ । কর্মশালা পরিচালনা করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ। 

ওয়ার্কশপে বক্তারা টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্ষা মৌসুমে ও দূষিত খাবার-পানির কারণে টাইফয়েডের ঝুঁকি বাড়ে। সে ক্ষেত্রে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। ওয়ার্কশপে জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান শুরুহবে।

আপনার জেলার সংবাদ পড়তে