চাটমোহরে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতির মতবিনিময়

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৬ পিএম | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৬ পিএম
চাটমোহরে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতির মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে হান্ডিয়াল হাইস্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক আবু হানিফের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ছহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,কৃষকদলের কেন্দ্রীয় সহ সভাপতি মামুনুর রশিদ,ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,স ম আতাউর রহমান তোতা,সেলিম রেজা,জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস,রবিউল করিম তারেক,শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,কৃষকদল নেতা আমিরুল ইসলাম নিক্সন,লিটন বিশ্বাস,ফজলুল হক,শ্রমিকদল নেতা মন্তাজ আহমেদ,যুবদল নেতা গোলজার হোসেন,ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম প্রমুখ।  

মতবিনিময় সভায় হাসান জাফির তুহিন বলেন,আমার দল বিএনপি আমাকে পাবনা-৩ এ কাজ করার নির্দেশ দিয়েছেন। কী কারণে আমাকে এখানে পাঠিয়েছে,আমার স্পষ্ট জানা নেই। তবে আমি গত আড়াই মাসে এলাকার হাজার হাজার মানুষের সাথে হাতে হাত আর বুকে বুক মিলিয়ে বুঝতে পেরেছি,এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল,খুবই ভালো মানুষ। তবে যারা এতোদিন এই এলাকায় এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন,তারা কোন কাজ করেননি। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এলাকার মানুষ চাকুরি পায়নি,ব্যবসা বানিজ্য করতে পারেনি। এই এলাকার মতো এতো পিছিয়ে পড়া মানুষ বাংলাদেশের কোথাও নেই। আমাকে আমার দল আমাকে কি কারণে পাঠিয়েছে,তা মোটামুটি বুঝতে পেরেছি।  

তিনি আরো বলেন,গত সাড়ে ১৭ বছর বিএনপি নেতা-কর্মী বাড়িতে ঘুমাতে পারেনি। ব্যবসা বানিজ্য করতে পারেনি। স্বাভাবিকভাবে চলতে পারেনি। কথা স্পষ্ট সামনে নির্বাচনে,এই নির্বাচনে আমাদের জয়ী হতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমি কথা দিচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো।