রায়গঞ্জে রেলের অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৮ পিএম
রায়গঞ্জে রেলের অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ রায়গঞ্জের দাথিয়াদিগর মৌজায় রেলের অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ মিনিটে পিংকি পাম্প সংলগ্ন ঢাকা- রংপুর মহাসড়কে শত শত নারী পুরুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকগণ এক হও জোট বাধো এই স্লোগানকে সামনে রেখে, ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে ভূমির মালিকগণ কান্না জড়িত কন্ঠে জমির দাম পূনরায় নির্ধারণের দাবি জানান। ভূমির মালিক জমশের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছামিদুল ইসলাম, এসএম রুবেল, কেএম আব্দুর রশিদ খন্দকার, কেএম রায়হান কবির রানা প্রমুখ। বক্তারা বলেন, জমি ক্রয় করতে গেলে ২ লাখ টাকা শতক অথচ রেলে অধিগ্রহণকৃত জমির মূল্য নিধারণ করেছে ৩৯ হাজার টাকা শতক। দাথিয়াদিগর মৌজায় হাইওয়ে কর্তৃক অধিগ্রহণ করার সময় জমির মূল্য নির্ধারিত ছিল প্রায় সাড়ে তিন লক্ষ টাকা শতক। একই মৌজায় রেলওয়ে কর্তৃপক্ষ ৩৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা, হাইওয়ে ও রেলওয়ে কর্তৃক নির্ধারিত জমির মূল্য সম্পূর্নরুপে অসঙ্গতিপূর্ন। জমির ন্যায্য মূল্য নির্ধারনের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃকপক্ষের সুদৃষ্টি কামনা করেন। ন্যায্য মূল্য না পেলে জমি হারিয়ে আমরা নিঃস্ব হয়ে যাবো, প্রয়োজনে অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে