তানোরে ৬ দিন ধরে নিখোঁজ মাদরাসার ছাত্র

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৫ পিএম
তানোরে ৬ দিন ধরে নিখোঁজ মাদরাসার ছাত্র

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকা থেকে গত ৬ দিন যাবত নিখোঁজ রয়েছে শহিদ আলী (১৫) নামের এক মাদরাসার ছাত্র। এ বিষয়ে সোমবার (২৯ সেটেম্বর) তানোর থানায় একটি জিডি করা হয়েছে।।জিডি নং ১৩৫৫। নিখোজ মাদরাসার ছাত্রের বাড়ি গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউপির গরিপুর গোল্লা গ্রামে। তার পিতার নাম সোহেল রানা ও মাতা জান্নাতুন ফেরদস। তিনি তানোর মুন্ডুমালা পৌর এলাকার তালুকপাড়া ইসলামীয়া হাফিজিয়া মাদরাসায় পড়া লেখা করতেন।

থানায় জিডি ও পরিবার সূত্রে জানা গেছে, শহিদ আলী ২৩ সেটেম্বর বুধবার সকালে নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হয়ে মাদ্রাসায় যায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। তার পরনে ছিল সাদা জোব্বা ও মাথায় টুপি এবং চেক নঙ্গি পরা। শহিদ আলীর মা জান্নাতুন বলেন, ছেলে কাছে কোন মোবাইল ফোন ছিলনা। বুধবার মাদরাসায় উদ্যোশে রওনা হন। বৃহস্পতিবার তিনি সকালে ছেলের সাথে কখা বলার জন্য মাদরাসায় এক শিক্ষকের কাছে ফোন করে কথা বলতে চান। জবাবে শিক্ষক বলেন আপনার ছেলে তো ছুটিতে বাড়ি গিয়েছে আর মাদরাসায় আসেনি। এর পরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি খোজ খবর নিয়ে কোথাও সন্ধান পাওয়া যায়নি। জান্নাতুন আরো বলেন, ছেলে নিখোজের পরে বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিথ্যা ফোন আসছে। কেউ বলছে আপনার ছেলে পাবনা ঈশ্বরদী মেডিকেলে আছে কেউ বা বলছে এখানে আছে। এর সত্যতা পাওয়া যাচ্ছেনা। 

মাদরাসার প্রধান শিক্ষক মোহা: ইব্রাহিম বলেন, শহিদ আলী একজন ভাল মানের হাফেজ। সে শোনাণীর জন্য মাদরাসায় ভর্তি হয়েছিল। নিয়মমত মাদরাসায় ক্লাস করতো। কিছু দিন আগে কয়দিনের ছুটি নিয়ে নিজ বাড়ি গিয়েছিল। আর মাদরাসায় ফেরেনি।

তানোর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, নিখোজ মাদরাসার ছাত্রের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তার সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে