বরিশালে ভুয়া এসবি কর্মকর্তা গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৮ এএম
বরিশালে ভুয়া এসবি কর্মকর্তা গ্রেপ্তার

পুলিশের বিশেষ শাখা-এসবির কর্মকর্তা পরিচয়ে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি শাহ পরাণ সড়কে চাঁদাবাজি করতে গিয়ে অভিষেক ওরফে সোম অভি (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আটক অভিষেক জেলার আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের বাসিন্দা লক্ষণ চন্দ্র সোম ওরফে পলাশ সোমের ছেলে ও নগরীর কালিবাড়ী রোডের সরদার ম্যানশনের ভাড়াটিয়া। এ ঘটনায় মামলা দায়েরের পর শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে অভিষেক সোমকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার বলেন, অভিষেক সোম নিজেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি শাখার অফিসার পরিচয় দিয়ে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করতে এসেছেন বলে দাবি করেন। পরে তার তালিকায় থাকা দুইজনকে ডেকে এনে টাকার বিনিময়ে নাম বাদ দেওয়ার প্রস্তাব দেয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করার পর অভিষেক পরিচয়পত্র এবং ওয়াকিটকি প্রদর্শন করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিষেকের কাছ থেকে স্পেশাল ব্রাঞ্চের তিনটি ও থানা পুলিশের একটি ভুয়া আইডি কার্ড, একটি ওয়াকিটকি ও দুইটি মোবাইল ফোন জব্দ করেছে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW