সিরাজদিখানে মন্দির পরিদর্শনে পুলিশের এডিশনাল ডিআইজি

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৯ পিএম
সিরাজদিখানে মন্দির পরিদর্শনে পুলিশের এডিশনাল ডিআইজি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন পূজামন্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন পুলিশের এডিশনাল ডিআইজি ক্রাইম মোঃ মোস্তাফিজুর রহমান। সোমবার সন্ধ্যায় উপজেলার ইছাপুরা দুর্গা মন্দির, সন্তোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির মন্ডপ পরিদর্শন করেছেন। পূজার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ কামাল হোসেন, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান-টংগীবাড়ি সার্কেল) মোঃ ইব্রাহীম, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ আবু বকর, শ্রীনগর থানা অফিসার্স ইনচার্জ মোঃ নাজমূল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সন্তোষপাড়া দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দেবব্রত ঘোষ সমীর।

পুলিশ কর্মকর্তারা জানান, পূজার নিরাপত্তায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে