গজারিয়ায় বালুমহাল বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২০ পিএম
গজারিয়ায় বালুমহাল বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীর ঘেঁষে বালু উত্তোলনের প্রতিবাদে এবং বালুমহাল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে প্রধান ফটকের সামনের আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নয়ানগর ও বালুচর গ্রামের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ইজারার শর্ত অনুযায়ী নদীর তীর থেকে দেড় হাজার ফুট দূরে বালু তোলার কথা থাকলেও ইজারাদার প্রতিষ্ঠান নদীর পাড় ঘেঁষেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এতে নয়ানগর ও বালুচর গ্রামে মসজিদ, ঘরবাড়ি ও ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। তারা অবিলম্বে বালুমহাল বন্ধের দাবি জানান।

এ বিষয়ে বালুমহালের দায়িত্বে থাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, “এটি সরকার অনুমোদিত বালুমহাল। নিয়ম মেনে কার্যক্রম চালালে আমাদের আপত্তি নেই। তবে শর্ত ভঙ্গ করে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, চলতি বছর গজারিয়ার ষোলআনী, নয়ানগর রমজানবেগ ও চর কালীপুরা মৌজায় মেঘনা নদীর ১২৮ একর এলাকা ২১ কোটি টাকায় ইজারা নেয় আদন ড্রেজিং লিমিটেড। ভ্যাট-ট্যাক্সসহ ২৬ কোটি ২৫ লাখ টাকা জমা দিয়ে তারা কার্যক্রম শুরু করে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই প্রতিষ্ঠানটি নির্ধারিত সীমানা অমান্য করে নদীর তীর ঘেঁষেই বালু উত্তোলন করছে।

আপনার জেলার সংবাদ পড়তে