সাতকানিয়া থানার ওসি প্রত্যাহার: মিশ্র প্রতিক্রিয়া

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) :
| আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ এএম | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ এএম
সাতকানিয়া থানার ওসি প্রত্যাহার: মিশ্র প্রতিক্রিয়া

সাতকানিয়া থানার ওসি মোঃ জাহেদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয় হতে অ্যাডিশনাল আইজি মোঃ আহসান হাবীব পলাশ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোঃ জাহেদুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার পূর্বক অবিলম্বে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করার কথা জানানো হয়। তিনি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারী সাতকানিয়া থানায় যোগদান করেন। মাত্র সাত মাসের মাথায় সাতকানিয়া হতে প্রত্যাহারের আদেশ জারী হলো।

এদিকে এ প্রত্যাহারের ঘটনায় সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

যারা বিভিন্ন সময় থানায় গিয়ে সেবা পায়নি, মাদক কারবারীদের হাতেনাতে ধরেও পুলিশ কল করে পায়নি, আহতাবস্থায় মাথায় বারো সেলাই নিয়েও পুলিশী সহযোগিতা পায়নি, ডেভিল কতৃক নির্যাতিত হয়েও যারা থানার সহায়তা পায়নি তারা সন্তোষ প্রকাশ করেছে। তবে একদল জনতা বিক্ষুব্ধ হয়ে সাতকানিয়া থানার ওঠানে এবং কেরানিহাটে বিক্ষোভ প্রদর্শণ ও সড়ক অবরোধ করেছে। সোমবার আছরের পর হতে শুরু হওয়া ব্লকেড মাগরিবের সময় সেনাবাহিনীর হস্তক্ষেপে সমাপ্ত হয়।

সমাবেশে বলা হয়, ওসি জাহেদুল ইসলাম জনৈক ডেভিলকে বিদেশ গমনের জন্য ক্লিয়ারেন্স না দেয়ায় সেই ডেভিলের তদ্বিরে এ প্রত্যাহারের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে ওসি জাহেদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি কল রিছিভ করেননি। ডযধঃংঅঢ়ঢ় এ এসএমএস দেয়া হয়েছে। তিনি দেখেও জবাব দেননি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম বলেন, ওসির প্রত্যাহারের কথা শুনেছি। তবে কারণ জানা যায়নি। প্রত্যাহারাদেশ বলবৎ থাকলে প্ূঁজার পর ওসি নির্দেশিত ইউনিটে যুক্ত হতে পারেন বলেও তিনি জানিয়েছেন।

জনৈক প্রভাষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অবরোধকারীদের অভিযোগ সত্য হলে ডিআইজি অফিস ডেভিলের দোসর হিসেবে প্রমাণিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে