কলমাকান্দায় পূজা পরিদর্শনে ব্যারিস্টার কায়সার কামাল

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৩ পিএম
কলমাকান্দায় পূজা পরিদর্শনে ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনার কলমাকান্দায় দূর্গাপূজা উপলক্ষে শ্রীরামকৃষ্ণ আশ্রমে কুমারি পূজা পরিদর্শন করতে বিএনপি'র নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (৩০ শে সেপ্টেম্বর) বেলা ১২টায় কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রমে পূজামন্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পূজা পরিদর্শন শেষে সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজায় উপস্থিত সকলের উদ্দেশ্যে সম্প্রীতির অটুট অনন্য উদারতার বন্ধন সৃষ্টির লক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি এবং প্রতিশ্রুতি দেন আগামীতেও যেনো আরও সুন্দর মনোরম পরিবেশে এই পূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে তিনি সহায়তা করে যাবেন।

রামকৃষ্ণ আশ্রমের পূজা পরিচালনা কমিটি সভাপতি ও সম্পাদক --- বলেন, আমাদের এই  কুমারী পূজা উপলক্ষে দুই দিনের প্রসাদের (খিচুড়ি  ও পায়েস)  ব্যবস্থা করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়।

এ ছাড়াও উপজেলার ৮ ইউনিয়নের পূজা মন্ডলগুলো পরিদর্শনে বের হন তিনি। এসব পূজা পরিদর্শনে কলমাকান্দা উপজেলার জাতীয়তাবাদী (বিএনপির) সভাপতি এমএ খায়ের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়াসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে